ত্রিপাক্ষীয় সংগ্রাম- পাল, প্রতিহার, রাস্ট্রকূট

Show Important Question


1) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে?
A) প্রথম পুলকেশি
B) অমঘবর্য
C) কৃষ্ণরাজ
D) দন্তিদুর্গ

2) বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
A) গোপাল
B) ধর্মপাল
C) দেবপাল
D) কেউই নয়

3) ত্রিপক্ষীয় সংগ্রাম কোন রাজ্য দখল করা নিয়ে শুরু হয়েছিল :
A) মগধ
B) কনৌজ
C) বৈশালী
D) কেউই নয়

4) রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন ?
A) দান্তিদুর্গ
B) দ্বিতীয় কীর্তিবর্মণ
C) তৃতীয় গোবিন্দ
D) কেউই নয়

5) Gopal was the founder of / গোপাল কোন্ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?
A) Pala dynasty/ পাল
B) Pallava dynasty/ পল্লব
C) Pratihara dynasty/ প্রতিহার
D) Chalukya dynasty/ চালুক্য

6) পাল বংশের শেষ রাজা কে?
A) শশীপাল
B) মদনপাল
C) মহীপাল
D) কুমার পাল

7) Who was the leader of the Kaivartta rebelled against the Pala ruler Mahipala II of Bengal ? / বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত্ত নেতা কে ছিলেন ?
A) Dhekata/ ধেকাতা
B) Gandhata/ গান্ধাতা
C) Divya/ দিব্য
D) Mayuraddhwaja/ ময়ুরধ্বজ

8) কে ‘পরমসংহত’ উপাধিটি পেয়েছিলেন
A) কুমারগুপ্ত
B) ধর্মপাল
C) দেবপাল
D) বল্লালসেন

9) কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের (ভাগলপুর, বিহার) স্থাপনা করেছিলেন?
A) রামপাল
B) গোপাল
C) ধর্মপাল
D) দেবপাল

10) কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়?
A) শশাঙ্ক মহীপাল
B) দ্বিতীয় মহীপাল
C) ধর্মপাল
D) লক্ষ্মণ সেন

11) নীচের কোন রাষ্ট্রকূট রাজা প্রতিহার শাসক প্রথম নাগভট্টকে পরাজিত করেছিলেন?
A) তৃতীয় গভমদা
B) তৃতীয় কৃষ্ণ
C) প্রথম ভোজ
D) প্রথম গোপাল

12) বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) দেবপাল
B) ধর্মপাল
C) গোপাল
D) প্রথম মহিপাল

13) পাটলিপুত্রে কোন পাল রাজা রাজধানী স্থাপন করেন ?
A) গোপাল
B) দেবপাল
C) ধর্মপাল
D) মহেন্দ্রপাল

14) পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ?
A) মহারাষ্ট্র
B) বিহার
C) মধ্যপ্রদেশ
D) দিল্লী

15) কে ওদন্তপুরী মহাবিহার স্থাপন করেন ?
A) দেবপাল
B) মদন পাল
C) ধর্মপাল
D) গোপাল

16) “পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ” – উপাধাটি কে গ্রহণ করেন ?
A) ধর্মপাল
B) মহেন্দ্রপাল
C) গোপাল
D) দেবপাল

17) “খলিমপুর লিপি” কার সময়ের?
A) ধর্মপাল
B) গোপাল
C) দেবপাল
D) মহিপাল

18) পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
A) রামপাল
B) ধর্মপাল
C) দেবপাল
D) প্রথম মহীপাল

19) ‘রামাবতী’ নামে নতুন রাজধানী কে স্থাপন করেন ?
A) ধর্মপাল
B) দেবপাল
C) দ্বিতীয় মহীপাল
D) রামপাল

20) সোমপুরী, ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ?
A) ধর্মপাল
B) দেবপাল
C) সমুদ্রগুপ্ত
D) মহীপাল